সিঙ্গাপুরে যাত্রী পরিবহনে চালকবিহীন গাড়ি

সিলেট সুরমা ডেস্ক::::: সিঙ্গাপুরের রাস্তায় নেমেছে চালকবিহীন ট্যাক্সি। যে কেউ চাইলেই এই ট্যাক্সিতে চড়ে বসতে পারেন। এ জন্য কোনো ভাড়াও গুনতে হবে না। তবে জেনে রাখা ভালো, ট্যাক্সিগুলো চলছে পরীক্ষামূলক। ‘নুটোনমি’ নামক একটি প্রতিষ্ঠান সিঙ্গাপুরের রাস্তায় চালকবিহীন গাড়িতে যাত্রী পরিবহনের পরীক্ষা চালাচ্ছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে পেছনে ফেলেছে চালকবিহীন গাড়ির গবেষণায় এগিয়ে থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও ইউবারকে। সিঙ্গাপুরের রাস্তায় ছয়টি চালকবিহীন ট্যাক্সি ছেড়েছে নুটোনমি। চালকব্হিীন গাড়িগুলো সম্পূর্ণভাবেই স্বয়ংক্রিয়। সিঙ্গাপুরের রাস্তায় যাত্রী নিয়ে নিজে থেকেই চলছে এই গাড়ি। তবে নিরাপত্তার খাতিরে সামনের চালকের আসনের পাশে থাকছেন একজন চালক। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নুটোনমি … Continue reading সিঙ্গাপুরে যাত্রী পরিবহনে চালকবিহীন গাড়ি